News71.com
 Bangladesh
 13 Aug 19, 10:25 PM
 117           
 0
 13 Aug 19, 10:25 PM

বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কক্সবাজারে আসছেন ভ্রমণ পিপাসুরা॥

বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কক্সবাজারে আসছেন ভ্রমণ পিপাসুরা॥

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার মাঝেও ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটন শহর কক্সবাজারে আসতে শুরু করেছে ভ্রমণ পিপাসুরা। রোদ, বৃষ্টি এবং উত্তাল সাগর সব কিছুই এখন হয়ে উঠেছে সব বয়সের মানুষের বিনোদনের। লঘুচাপের কারণে ৩ নম্বর সংকেত থাকায় পর্যটকদের সমুদ্র স্নানে বাড়তি ব্যবস্থা নিয়েছে লাইফ গার্ড সংস্থা। আর কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ।

 

ঈদুল আজহার টানা ছুটি। তাই স্বাভাবিকভাবে সৈকত শহর কক্সবাজারে হাজার হাজার পর্যটকের ঢল। কিন্তু বৈরি আবহাওয়া গুঁড়ি গুঁড়ি ও ভারী বৃষ্টির কারণে সকালে সৈকতের সবকটি পয়েন্টে পর্যটকের আনাগোনা ছিল কম। তবে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। দেখা মিলে রোদের।বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ফলে সাগর উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্র স্নানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে লাইফ গার্ড সংস্থা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন