News71.com
 Bangladesh
 15 Jul 19, 10:14 PM
 200           
 0
 15 Jul 19, 10:14 PM

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর মিনিস্টার-ইন-ওয়েটিং হলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর মিনিস্টার-ইন-ওয়েটিং হলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।।

নিউজ ডেস্কঃ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশে সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাগ-ইয়ান (Lee Nak-yon) এর মিনিস্টার-ইন-ওয়েটিং হিসেবে দায়িত্ব পালন করছেন। মিনিস্টার-ইন-ওয়েটিং বন্ধুপ্রতিম রাষ্ট্রের মধ্যে ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দক্ষিণ কোরিয়ার মত একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মিনিস্টার ইন ওয়েটিং এর দায়িত্ব পালন খুবই গুরুত্ব বহন করে। সাধারণত সফররত রাষ্ট্র ও সরকার প্রধান-এর 'মিনিস্টার ইন ওয়েটিং' কে হবেন তা নির্বাচনে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদনের প্রয়োজন হয়। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাগ-ইয়ান (Lee Nak-yon) গত রবিবার, ১৩ জুলাই, ২০১৯ তারিখে তিন দিনের এক সরকারি সফরে ঢাকা আসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন