নিউজ ডেস্কঃ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি নিয়ে জাতীয় সংসদে সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংসদকে শিক্ষামন্ত্রী জানান, আবারো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হচ্ছে। চলতি বছর আগের বারের চাইতে অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী বলেন, দিনের পর দিন আমাদের সাংসদরা এমপিভুক্তি নিয়ে সংসদে কথা তুলেছেন। সরকারের গত মেয়াদে আমিও সংসদে বিষয়টি বলেছিলাম। সত্যিই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ ২০১০ সালে দেশের ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বাজেট অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। সংখ্যাটি তিন হাজার অতিক্রম করবে না। তবে তিন হাজারের আশেপাশে হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ইস্যুতে দিপু মনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্য নির্বাচনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার নেই এমন কোনো সিদ্ধান্ত হয়নি। সকলে মিলে প্রাণবন্ত আলোচনা হয়েছে। ম্যানেজিং কমিটি কীভাবে গঠিত হলে আরও ভালো হতে পারে, বিদ্যালয় মানোন্নয়ন কীভাবে করা যায় সেই বিষয়েও আলোচনা হয়েছে।