নিউজ ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাবা-ছেলের মধ্যে ছুরি দিয়ে মারামারি হয়েছে। এতে ছেলে আহত হলেও প্রাণ দিতে হয়েছে বাবাকে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার পূর্বপাড়ায় পরিবহণের টাকার হিসাব-নিকাশ নিয়ে বাবা-ছেলের মধ্যে এ মারামারি হয়।নিহত আনোয়ার হোসেন (৫০) নন্দীগ্রাম পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে রনি আহম্মেদ (২৮)। এলাকাবাসী জানায়, আনোয়ার হোসেন কয়েক বছর আগে তার ছেলে রনিকে হিউম্যান হলার (চার চাকার যান লেগুনা) কিনে দেন। রনি নিজেই ওই হিউম্যান হলার চালাতেন। বেশ কয়েকমাস ধরে রনি সেই পরিবহণের আয়-ব্যয়ের কোনো হিসাব বাবাকে দেননি। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল।