News71.com
 Bangladesh
 19 May 19, 11:23 AM
 297           
 0
 19 May 19, 11:23 AM

আজ রবিবার থেকে মিলবে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রবেশপত্র॥

আজ রবিবার থেকে মিলবে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রবেশপত্র॥

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। পরীক্ষার প্রবেশপত্র আজ রবিবার (১৯ মে) থেকে পাওয়া যাবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।প্রার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোডের তথ্য জানিয়ে দেয়া হবে বলে ডিপিইর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীরা পরীক্ষার ৫ দিন আগে থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীরা ডাউনলোড করা প্রবেশপত্র প্রিন্ট দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মে, ৩১ মে, ১৪ জুন এবং ২১ জুন শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী ১৪ জুনের পরীক্ষা ২১ জুন এবং ২১ জুনের পরীক্ষা ২৮ জুন নির্ধারিত করা হয়েছে।এর আগে গত ১৭ মে থেকে এই পরীক্ষা শুরুর কথা থাকলেও ওইদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় সেটি পিছিয়ে দেওয়া হয়। তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলার ২৪ লাখ এক হাজার ৯১৯ জন প্রার্থী ১৩ হাজার পদের বিপরীতে এই পরীক্ষায় অংশ নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন