News71.com
 Bangladesh
 15 May 19, 03:51 PM
 128           
 0
 15 May 19, 03:51 PM

১০৪০ টাকা মণে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে সরকার॥

১০৪০ টাকা মণে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে সরকার॥

নিউজ ডেস্কঃ কৃষকদের থেকে ১০৪০ টাকা মণে সরাসরি ধান কিনবে সরকার। এক সপ্তাহের মধ্যেই ক্রয় সংগ্রহ অভিযান শুরু হবে সারাদেশে। কৃষকের কাছ থেকে সরাসরি এই ধান কেনার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে খাদ্য বিভাগ। শুধু নতুন ধান নয়, এছাড়া ১৪৪০ টাকা মণে সিদ্ধ চাল এবং ১৪০০ টাকা মণে আতপ চালও সংগ্রহ করা হবে চলতি বোরো মৌসুমে। খাদ্য বিভাগ সূত্র জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক তালিকা অনুসরণ এবং ক্রয় কমিটির অনুমোদন কৃত কৃষকরা সরাসরি ধান দিতে পারবেন খাদ্য গুদামে। সুত্রমতে সরকার ধান প্রতি কেজি ২৬ টাকা, সিদ্ধ চাল ৩৬ টাকা এবং আতপ চাল ৩৫ টাকা কেজিতে সংগ্রহ করবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে। এভাবে সরকার কৃষকের কাছ থেকে সরাসরি ধান-চাল কেনা শুরু করলে বর্তমানে বাজারে য়ে মন্দাভাব রয়েছে তা দুরিভূত হয়ে বাজার বেশ চাঙ্গা হবে। ফলে ধানের ন্যায্য মুল্য নিয়ে কৃষকের দাবী কিছুটা হলেও পুরন হবে বলে অনেকের ধারনা ।

এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কৃষক সমিতি নীলফামারী জেলা কমিটির সভাপতি শ্রীদাম দাস নিউজ৭১ ডটকমকে জানান, খাদ্য গুদাম ছাড়াও বড় বড় হাট বাজারে ক্রয় কেন্দ্র চালু করে সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে। তিনি বলেন, অতি দ্রুত সংগ্রহ অভিযান শুরু করা দরকার। তাহলে বাজারে দামের প্রভাব পড়বে। কৃষকরা উপকৃত হবেন। আর নীলফামারীর পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন কুমার রায় জানান, ১৩০০ টাকা মণে ধান কেনার জন্য সরকারের কাছে প্রস্তাব করেছি। এক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যে যাতে কৃষকরা হাটে বাজারে সরাসরি ধান দিয়ে নগদ অর্থ বুঝে পান তাহলে কৃষকরা উপকৃত হবেন। না হলে মধ্যস্বত্ব ভোগীরা কৃষকের লাভের গুঁড় পিঁপড়ে খাওয়ার মত খেয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন