News71.com
 Bangladesh
 20 Apr 19, 01:23 PM
 941           
 0
 20 Apr 19, 01:23 PM

দাবী আদালতের খুলনায় রাজপথে ১০ হাজার সরকারি কর্মচারি॥

দাবী আদালতের খুলনায় রাজপথে ১০ হাজার সরকারি কর্মচারি॥

নিউজ ডেস্কঃ খুলনা বিভাগের বিভিন্ন সরকারি দফতরে কর্মরত প্রধান সহকারি ও উচ্চমান সহকারির পদবি পরিবর্তন করে ‘প্রশাসনিক কর্মকর্তা’ করার দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন প্রায় ১০ হাজার সরকারি কর্মচারি। একই সাথে তাদের বেতন বৈষম্য নিরসনের দাবি জানানো হয়েছে। আজ শনিবার সকালে খুলনার পিকচার প্যালেস মোড়ে দাবি আদায়ে মানববন্ধন করেছেন আন্দোলনরত সরকারি কর্মচারিরা। বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ, খুলনা বিভাগীয় কমিটির ডাকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন দফতরের প্রধান সহকারি, উচ্চমান সহকারি ও সমপদের কর্মচারিরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মো. বাশারুল হক বলেন, বাংলাদেশ সচিবালয়ের ভিতরে ও বাইরে সরকারি দপ্তরের প্রধান সহকারি, উচ্চমান সহকারির পদবি ও বেতন স্কেল অভিন্ন হওয়ার কথা থাকলেও ১৯৯৫, ১৯৯৭ ও ১৯৯৯ সালে প্রজ্ঞাপন দিয়ে শুধু সচিবালয়ের এসব পদকে আপগ্রেড করে প্রশাসনিক কর্মকর্তা পদবি ও জাতীয় বেতন স্কেলের ১০ গ্রেডে উন্নতি করা হয়েছে।

এছাড়া সমস্কেল ও নিম্নস্কেলের কর্মচারিদের মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কৃষি বিভাগের ব্লক সুপারভাইজার, প্রকৌশল দফতরের ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, অডিটর, খাদ্য পরিদর্শক, পুলিশ বিভাগের পরিদর্শক, উপ-পরিদর্শকদের পদবি আপগ্রেড করায় প্রশাসনিক ক্রমবিন্যাস ভেঙ্গে পড়েছে। নিম্ন শিক্ষাগত যোগ্যতার ব্যক্তিদের উচ্চপদে আসীন করায় পরবর্তী প্রজন্ম উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহ হারিয়ে ফেলছে। মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ, মিজানুর রহমান, ফসিয়ার রহমান, মুহা. সালমান ফারসী, শেখ মামুন আল হাসান, এসএম জাহাতাব হোসেন, জিএম শাহিন আলম, আল ইমরান, হাসানুল বাহার, সিদ্দিকুর রহমান, মঈনুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন