bangladesh
 15 Apr 19, 01:09 PM
 26             0

আগামী নির্বাচনে নতুন দলে গোলাপ ফুল মার্কায় ভোট চাইলেন ইসি মাহবুব তালুকদার॥

আগামী নির্বাচনে নতুন দলে গোলাপ ফুল মার্কায় ভোট চাইলেন ইসি মাহবুব তালুকদার॥

নিউজ ডেস্কঃ আগামী নির্বাচনে ভালবাসার প্রতীক গোলাপ ফুল মার্কায় চাইলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুককার। গতকাল রবিবার নির্বাচন কমিশন ভবনে বাংলা বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সাহিত্যিক বলেন, আসুন আমরা কবিদের একটি রাজনৈতিক পার্টি বানিয়ে ফেলি। আগামী ইলেকশনে আপনারা কবিদের ভালবাসার প্রতীক ‘গোলাপ ফুল’ মার্কায় ভোট দেবেন। আমরা সারাদেশে এমন কবিতার চাষ করব যাতে বিদেশ থেকে সাহায্য আনতে হবে না। এ সময় ক্ষমতায় গেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বর দখল করে কবিতার তাজমহল বানাবেন বলেও ঘোষণা দেন। বাংলা নববর্ষ উপলক্ষে দিনভর নানান অনুষ্ঠান ও খাওয়া-দাওয়ার আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্যান্য কমিশনার, নির্বাচন কমিশন সচিব, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের ফোয়ারা চত্বরে খাবাব-দাবারের ব্যবস্থা এবং বেসমেন্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')