News71.com
 Bangladesh
 08 Apr 19, 04:54 AM
 1132           
 0
 08 Apr 19, 04:54 AM

সিলেটে ধরা পড়েছে ২০০ কেজি ওজনের বাঘাইড়॥ বিক্রেতা দাম হাকিয়েছে ৪ লাখ টাকা

সিলেটে ধরা পড়েছে ২০০ কেজি ওজনের বাঘাইড়॥ বিক্রেতা দাম হাকিয়েছে ৪ লাখ টাকা

নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জের ডুবাইচর এলাকায় কুশিয়ারা নদীতে গতকাল জেলেদের জালে প্রায় ২০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। বিক্রেতা মাছটির দাম হাঁকছেন চার লাখ টাকা।গতকাল রবিরার ভোরে জকিগঞ্জের ডুবাইচর কুশিয়ারা নদী থেকে বাঘাইড় মাছটি জেলেদের জালে আটকা পড়ে।গতকাল রবিবার দুপুরে সিলেট নগরীর লালবাজারে মাছটি নিয়ে আসেন বিক্রেতা মখলিছ মিয়া। কুশিয়ারা নদীতে ধরা পড়া মাছটির দাম বেশি চাইলেও সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার টাকা দর করেছেন ক্রেতারা।

মাছ ব্যবসায়ী মখলিছ মিয়া বলেন, সকালে মাছটি কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়ে। পরে তিনি মাছটি নিয়ে আসেন লালবাজারে। বাজারে তোলার পর থেকে তা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে।তিনি বলেন, পর্যাপ্ত দাম না পেলে সোমবার সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করব। আমরা বেশি দাম দিয়ে মাছটি কিনেছি। কেনা দাম না ওঠায় মাছটি বিক্রি করিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন