News71.com
 Bangladesh
 16 Feb 19, 02:28 PM
 1206           
 0
 16 Feb 19, 02:28 PM

পাবনায় পারমাণবিক কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে রাশিয়ান ১ শ্রমিক নিহত।

পাবনায় পারমাণবিক কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে রাশিয়ান ১ শ্রমিক নিহত।

নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একজন রাশিয়ান শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, নিহত জেলেস্কি ভাটজিম (৩৪) নির্মাণাধীন এই প্রকল্পের ট্রেট রোশিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন। তিনি প্রকল্পের গ্রিন সিটির ৩ নম্বর ভবনে ১৪ তলায় বাস করতেন। আজ শনিবার সকাল ৮টার দিকে পাশের ফ্ল্যাটের এক ব্যক্তি লাশ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে। ওসি বাহাউদ্দিন বলেন, “জেলেস্কির ফ্ল্যাটের ডাইনিংয়ে কমন স্পেসের সঙ্গেই বাথরুম। বাথরুমের ফলস ছাদে রাখা গিজার থেকে ডাইনিংয়ের মেঝেতে পানি পড়ছিল। পানি পড়া বন্ধের জন্য জেলেস্কি ফলস ছাদে মাথা ঢুকিয়ে গিজারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি বাহাউদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন