News71.com
 Bangladesh
 10 Feb 19, 01:39 PM
 1260           
 0
 10 Feb 19, 01:39 PM

বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তামাকজাত দ্রব্য বিক্রি, ২ ব্যবসায়ীর কারাদণ্ড।

বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তামাকজাত দ্রব্য বিক্রি, ২ ব্যবসায়ীর কারাদণ্ড।

নিউজ ডেস্কঃ বরিশালে সরকারী নির্দেশ অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তামাকজাত দ্রব্য বিক্রির দায়ে ২ ক্ষুদ্র ব্যবসায়ীকে ৭দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা দুই জনেই বরিশাল জিলা স্কুল মোড়ের পান-সিগারেট ব্যবসায়ী। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর সদর রোডের জিলা স্কুল মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দন্ডপ্রাপ্তরা হলো নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার বাবুল তালুকদার এবং মীর্জাগঞ্জের রফিক সিকদার। মোজাম্মেল হক চৌধুরী জানান, ১৮৬০ সালের আইনের ১৮৮ ধারা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে কোন তামাকজাত দ্রব্য বিক্রি দন্ডনীয় অপরাধ। এই আইন অমান্য করায় জিলা স্কুলের সামনের দুই ক্ষুদ্র ব্যবসায়ীকে ৭দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন