News71.com
 Bangladesh
 23 Jan 19, 06:02 AM
 120           
 0
 23 Jan 19, 06:02 AM

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় ৬১৬৫টি মামলায় ২৮ লক্ষাধিক টাকা জরিমানা।

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় ৬১৬৫টি মামলায় ২৮ লক্ষাধিক টাকা জরিমানা।

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬১৬৫ মামলায় ২৮ লাখ ৭১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশর ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৩০টি গাড়ি ডাম্পিং ও ৮৯৫ টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে উল্টোপথে গাড়ি চালানোর কারণে

১১১৯ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১০৯টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৯টি, স্টিকার ব্যবহার করার জন্য ১টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ৩৫৬০ টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৬১ টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ২৬ টি মামলা দেওয়া হয়। গত ২১ জানুয়ারি দিনভর ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন