News71.com
 Bangladesh
 23 Jan 19, 03:51 AM
 100           
 0
 23 Jan 19, 03:51 AM

ঢাকা উত্তর সিটি নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর সিটি নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি,বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি। গত বুধবার বিকালে ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন হবে। এছাড়া সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জ-১ আসনে ২৮ ফেব্রুয়ারি পুনঃনির্বাচন হবে। এবার ৫টি ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রথম ধাপে ৮ অথবা ৯ মার্চ উপজেলা নির্বাচন শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন