News71.com
 Bangladesh
 15 Jan 19, 01:32 PM
 152           
 0
 15 Jan 19, 01:32 PM

সারাদেশে ৩২ হাজার গৃহহীন পরিবার পাবে পাকা বাড়ি॥ডা. এনামুর রহমান

সারাদেশে ৩২ হাজার গৃহহীন পরিবার পাবে পাকা বাড়ি॥ডা. এনামুর রহমান

নিউজ ডেস্কঃ যাদের জমি আছে বাড়ি নেই, সারাদেশের এমন ৩২ হাজার পরিবার পাবে পাকা বাড়ি। প্রতি জেলার ৫০০ করে বাড়ি দেওয়া হবে এসব পরিবারকে। আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী সফরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এসময় তিনি আরো জানান,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে ১৫ মিটার দীর্ঘ ১৩ হাজার সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে বরাদ্দ দেয়া হয়েছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত এসব সেতুর নির্মাণ কাজ সমাপ্ত করা হবে। মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে প্রথম নীলফামারী জেলা সফরে এসে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন তিনি। এরপর বিকালে সদর উপজেলার পলাশবাড়ি পরশমনি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে তিন হাজার কম্বল ও ৫০ পরিবারের মাঝে চাল ডালসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ হাশিম ও জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন