News71.com
 Bangladesh
 15 Jan 19, 05:31 AM
 123           
 0
 15 Jan 19, 05:31 AM

নারায়ণগঞ্জের প্রভাবশালীরাই মাদকের ব্যবসা করে॥পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর  

নারায়ণগঞ্জের প্রভাবশালীরাই মাদকের ব্যবসা করে॥পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর   

নিউজ ডেস্কঃ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক। তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমি কঠোর অবস্থান নেবো। নারায়ণগঞ্জে এখন মাদক ও সন্ত্রাসের বেশ দাপট। র্যাব-পুলিশের তালিকার বাইরেও অনেক মাদক ব্যবসায়ী আছে। প্রভাবশালীরা মাদকের ব্যবসা করে। তাদের অস্ত্র থাকে, মাসলম্যান থাকে, সবকিছু থাকে।’ গতকাল সোমবার (১৪ জানুয়ারি) সকালে মন্ত্রীর ঢাকার বাসভবনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতারা শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন ।

এসময় মন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জের নেগেটিভ নিউজ অনেক বেশি প্রচার পায়। কিন্তু নারায়ণগঞ্জে অনেক পজেটিভ কাজ হয়, সেগুলি সেভাবে প্রচার পায় না।’ মন্ত্রী নারায়ণগঞ্জের পজেটিভ বিষয়গুলি তুলে ধরার অনুরোধ জানিয়ে বলেন, ‘নারায়ণগঞ্জ ছিলো প্রচ্যের ডান্ডি। এখন গার্মেন্ট শিল্পের ক্ষেত্রে নারায়ণগঞ্জ দেশে অনন্য অবস্থানে থাকলেও পাট শিল্পের ক্ষেত্রে নারায়ণগঞ্জের গুরুত্ব আগের মতো নেই। আমি পাটের তথা নারায়ণগঞ্জের সে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করবো ।’

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ভূইয়া শামীম, সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নাফিজ আশরাফসহ আরও অনেকে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পাট ও বস্ত্র শিল্পের ক্ষেত্রে আমি ভালোভাবে কাজ করার জন্যই প্রধানমন্ত্রী আমাকে এ দায়িত্ব দিয়েছেন। আমি আমার কাজের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, পাটের নতুন বাজার তৈরির চেষ্টা করবো ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন