bangladesh
 07 Jan 19, 03:28 PM
 234             0

সিলেটে পাথরের গর্ত ধসে ২ শ্রমিকের মৃত্যু।।

সিলেটে পাথরের গর্ত ধসে ২ শ্রমিকের মৃত্যু।।

 নিউজ ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথরের গর্ত ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার বিকাল ৩ টার দিকে চিকাডহর গ্রামের রহিম গংদের গর্তে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঝুঁকিপূর্ণভাবে পাথরের গর্ত থেকে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ গর্ত ধসে দুই শ্রমিক চাপা পড়ে মারা যান। নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সোনা মিয়া ও নুরুল হক। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধারের চেষ্টা চলছে। প্রসঙ্গত, শাহ আরেফিন টিলায় একের পর এক গর্ত ধসে শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটলেও ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলন কিছুতেই বন্ধ হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')