News71.com
 Bangladesh
 29 Dec 18, 06:14 AM
 117           
 0
 29 Dec 18, 06:14 AM

কেইপিজেডে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় ৩ গার্মেন্ট কর্মী নিহত, আহত ৪০ ।।

কেইপিজেডে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় ৩ গার্মেন্ট কর্মী নিহত, আহত ৪০ ।।

নিউজ ডেস্কঃ আনোয়ারার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় ৩ গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। এসময় আরও ৪০ জন আহত হন। আজ শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার জানান, ঘটনাস্থলে নিহত গার্মেন্ট কর্মী মো. লতিফ (৫০) বরিশালের বাসিন্দা। অপর দু’জন হলেন-আনোয়ারা উপজেলার সুলতানা রাজিয়া (৩৫) ও লোহাগাড়ার চুনতি সাতগড় এলাকার মো. সামশুল হুদার ছেলে মো. ইরফান (২৭) । চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল বলেন, ‘কর্ণফুলী ইপিজেডের ভেতরে সকাল ৮টার দিকে শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাস ও দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়।’ তিনি বলেন, তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে চট্টগ্রাম হাসপাতালে আনা হলে আরও দু’জন মারা যান। এ ঘটনায় আরও ৪০ জন আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা ওই বাসসহ তাদের বহনকারী তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় বলে জানান সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন