bangladesh
 26 Dec 18, 08:00 AM
 175             0

ফরিদপুরে নৌকার প্রচারণায় ব্যস্ত প্রধানমন্ত্রীর জামাতা।

ফরিদপুরে নৌকার প্রচারণায় ব্যস্ত প্রধানমন্ত্রীর জামাতা।

 নিউজ ডেস্কঃ ফরিদপুর ৩ আসনে নৌকার প্রার্থী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে প্রচারণা অব্যাহত রেখেছেন তাঁর ছেলে ও প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু। গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের গেরদা প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাশরুর হোসেন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন,ফরিদপুর আর অবহেলা করার মতো বিচ্ছিন্ন কোনো জনপদ নয়। উন্নয়নের মহাসড়কে ফরিদপুরকে সম্পৃক্ত করা হয়েছে। সারা দেশে যেমনি উন্নয়ন হয়েছে। ঠিক তেমনি ফরিদপুরেও উন্নয়ন হয়েছে। এই উন্নয়নযাত্রা সচল রাখতে তিনি সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ গোলাম আইউবের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান,শাহ মোঃ এমার হক প্রমুখ বক্তব্য দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')