News71.com
 Bangladesh
 18 Dec 18, 11:56 AM
 402           
 0
 18 Dec 18, 11:56 AM

বাংলাদেশে নিরপেক্ষ,শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চান মার্কিন রাষ্ট্রদূত॥

বাংলাদেশে নিরপেক্ষ,শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চান মার্কিন রাষ্ট্রদূত॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন,তারা বাংলাদেশে একটি অবাধ,নিরপেক্ষ, অংশগ্রহণমূলক,গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মিলার এ কথা বলেন।

মিলার আরো বলেন,জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই। আজ বেলা পৌনে ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন মিলার। প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তারা। এ সময় বিএনপি মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান,নজরুল ইসলাম খান,আমীর খসরু মাহমুদ চৌধুরী,ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন