News71.com
 Bangladesh
 30 Jan 16, 11:42 AM
 935           
 0
 30 Jan 16, 11:42 AM

পোশাক শিল্পে কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত না হলে জিএসপি নয়ঃ বার্নিকাট

পোশাক শিল্পে কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত না হলে জিএসপি নয়ঃ বার্নিকাট

নিউজ ডেস্ক : শ্রমিকদের কর্মপরিবেশ ও অধিকার সম্পূর্ণ নিশ্চিত হলেই বাংলাদেশকে জিএসপি, ডিউটি ও কৌটা মুক্ত সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।

আজ শনিবার দুপুরে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে ডেইলি স্টার ও বিজিএমইএর যৌথ উদ্যোগে আয়োজিত “টার্গেট ৫০ বিলিয়ন ডলার: উই নিড ইয়োর সাপোর্ট টু রিচ ইট” শীর্ষক গোল টেবিল আলোচনায় এ কথা জানান মার্কিন রাষ্ট্রদূত।

বার্নিকাট বলেন, বাংলাদেশের রফতানি লক্ষমাত্রা অর্জন করা সম্ভব। এক্ষেত্রে আমেরিকাও সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। তবে পোশাক কারখানার শ্রমিকদের নিরাপত্তার ও স্বাস্থ্যের বিষয়কে অধিক গুরুত্ব দিতে হবে। অন্যথায় কোটা বা ডিউটি মুক্ত সুবিধা নিয়ে আলোচনার কোন পথ খুলবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন