News71.com
 Bangladesh
 19 Oct 18, 04:39 PM
 1021           
 0
 19 Oct 18, 04:39 PM

মুন্সীগঞ্জে ঘুষের দায়ে ৩ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার ।  

মুন্সীগঞ্জে ঘুষের দায়ে ৩ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার ।   

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জের লৌহজংয়ে জেলেদের ভয় দেখিয়ে ইলিশ মাছ ও টাকা আদায়ের অভিযোগে সোহেল রানা নামে পুলিশের এক সহকারী উপ পরিদর্শকসহ এএসআই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাদের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করে কারাগারে পাঠানো হয়েছে। সোহেল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি দায়িত্ব পালন করে আসছে। সোহেলের সহযোগী হল মোঃ মোহন ২৪ ও লিটন শেখকেও ২২। তাদের বাড়ি সিরাজদিখান উপজেলার জৈনসার গ্রামে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ লিয়াকত আলী জানায়,পদ্মা নদীতে জেলেদের কাছ থেকে জোরপূর্বক ইলিশ নেওয়ার সময় স্থানীয় জনতা ও জেলেরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এএসআই সঙ্গে আরও দুইজন আটক করে তারা।

ওসি আরও জানান, তিনি এর আগেও এখানে এসে জেলে ও সাধারণ ক্রেতার কাছ থেকে মাছ ও টাকা নিয়ে গেছে। পরবর্তীতে জেলেরা খোঁজ নিয়ে দেখে সোহেল মুন্সীগঞ্জ জেলার পুলিশ না। তিনিসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে লৌহজং থানায় মামলা হয়েছে। আজ শুক্রবারই তাদের কোট হাজতে পাঠানো হয়েছে। শ্রীনগর ও লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা জানান,প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সোহেল জেলেদের কাছ থেকে জোরপূর্বক মা ইলিশ ও টাকা আদায় করার সময়ে জনতা ও জেলেরা তাকে পাকড়াও করে থানা পুলিশে সোপর্দ করেন। তার বিরুদ্ধে অভিযোগকারীরা থানায় অভিযোগ দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন