News71.com
 Bangladesh
 15 Oct 18, 01:07 PM
 188           
 0
 15 Oct 18, 01:07 PM

জাফরুল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রোদ্রোহিতার অভিযোগ॥ ডিবির ওপর তদন্তভার

জাফরুল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রোদ্রোহিতার অভিযোগ॥ ডিবির ওপর তদন্তভার

নিউজ ডেস্কঃ সেনাপ্রধানকে নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করা মন্তব্যকে ‘অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও রাষ্ট্রদ্রোহিতার শামিল’ আখ্যায়িত করে থানায় অভিযোগ করেছেন সেনাবাহিনীর এক কর্মকর্তা। বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।ঢাকা মহানগর পুলিশের মিডিয়া উইংয়ের উপ কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।সেনা সদরে দায়িত্বরত মেজর এম রকিবুল আলম গত শুক্রবার থানায় এসে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ওই জিডি করেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির এক আলোচনা অনুষ্ঠানে গনস্বাস্থ্যের অন্যতম প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী দাবি করেন, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ যখন ‘চট্টগ্রামের জিওসি’ ছিলেন, সেখান থেকে ‘সমরাস্ত্র ও গোলাবারুদ চুরি হয়ে যায়। আর এই চুরি যাওয়ার ঘটনা নিয়ে তার ‘কোর্ট মার্শাল’ হয়েছিল। প্রকৃত পক্ষে জাফরুল্লাহ চৌধুরীর এই বক্তব্য আদৌ সত্য নয়। কারন বাংলাদেশ সেনাবাহিনীর বতর্মান প্রধান জেনারেল আজিজ আহম্মেদ চট্টগ্রামের জিওসি হিসেবে কখনই দায়িত্ব পালন করেন নি। বিষয়টি জানাজানি হতেই প্রবল চাপে পড়ে যান বিএনপি ঘরানার বুদ্ধিজিবী জাফরউল্লাহ চৌধুরী। নিজের এই ভুলের জন্য সাংবাদিক বৈঠক ডেকে তিনি নিজের ভুল স্বীকার করে নেন। এদিকে থানা পুলিশ জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রোদ্রোহিতার অভিযোগ পেয়ে নিয়ম মাফিক পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য কতৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পত্র পাঠান। কারন এই জাতীয় কোন অভিযোগ মামলা হিসেবে গ্রহন করে পুলিশের তদন্ত করার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পুর্ব অনুমতি নেওয়ার বিধান রয়েছে। যদিও গতকালই মন্ত্রনালয় থেকে অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির একজন উর্ধতন কর্মকর্তা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন