News71.com
 Bangladesh
 15 Oct 18, 01:03 PM
 199           
 0
 15 Oct 18, 01:03 PM

বৈষম্য দূর করতে অবাধ বাণিজ্যনীতি প্রণয়ন করতে হবে ॥ স্পিকার

বৈষম্য দূর করতে অবাধ বাণিজ্যনীতি প্রণয়ন করতে হবে ॥ স্পিকার

 নিউজ ডেস্কঃ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাণিজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ অত্যাবশ্যকীয় উপাদান। বৈশ্বিক বাণিজ্যে বিরাজমান অসমতা ও বৈষম্য নিরসনে অন্তর্ভুক্তিমূলক অবাধ বাণিজ্যনীতি প্রণয়ন করতে হবে। আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় ১৩৯তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এসেম্বলি’র স্ট্যান্ডিং কমিটি অন সাসটেইনেবল ডেভলপমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ট্রেড শীর্ষক ডিবেটে তিনি এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন বলেন, দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তাদের কার্যকর ক্ষমতায়নের লক্ষ্যে বাণিজ্য নীতি তৈরি করতে হবে, যেন ন্যায্য মজুরি ও কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত হয়। তিনি আরও বলেন, ইতিবাচক পরিবর্তনের জন্য অবাধ বাণিজ্য জরুরি। যার মাধ্যমে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো উপকৃত হবে। পরিবর্তনের সুবিধা দরিদ্র জনগোষ্ঠী ভোগ করতে পারবে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাণিজ্য ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসডিজি’র ক্ষেত্রেও এ সব উপাদান কার্যকর ভূমিকা রাখবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন