News71.com
 Bangladesh
 14 Sep 18, 04:55 PM
 211           
 0
 14 Sep 18, 04:55 PM

মুক্তিযোদ্ধারা বছরে পাঁচটি উৎসব ভাতা পাবেন।। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক  

মুক্তিযোদ্ধারা বছরে পাঁচটি উৎসব ভাতা পাবেন।। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক   

নিউজ ডেস্কঃ মুক্তিযোদ্ধারা বছরে পাঁচটি উৎসব ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এখন বছরে পাঁচটি উৎসব ভাতা পাবেন। দুটি ঈদ বোনাসের পাশাপাশি বাংলা নববর্ষ, মহান বিজয় দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের একটি করে উৎসব বোনাস দেওয়া হবে। আজ শুক্রবার সকালে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে শেরপুরের নকলা পৌর শহরে নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, অসচ্ছল মুক্তিযোদ্ধার জন্যে ১৫ থেকে ১৮ লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। মুক্তিযোদ্ধাদের সব চিকিৎসার ব্যয়ভার ইতোমধ্যেই সরকার গ্রহণ করেছে। মন্ত্রী আরও বলেন, পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি পাকিস্তানি হানাদারদের বর্বরোচিত ঘটনাবলির বিবরণ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে লক্ষ্যে বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ বিষয়ে একশ নম্বরের প্রশ্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পাকিস্তান আমলের ২৪ বছরের নির্যাতনের ইতিহাস সংক্রান্ত ৫০ নম্বর এবং মুক্তিযুদ্ধের ৯ মাসের ইতিহাসের ওপর ৫০ নম্বর থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন