News71.com
 Bangladesh
 14 Jul 18, 05:39 PM
 1107           
 0
 14 Jul 18, 05:39 PM

কক্সবাজারের মাতামুহুরী নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু,নিখোঁজ ২।।

কক্সবাজারের মাতামুহুরী নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু,নিখোঁজ ২।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর ব্রিজ সংলগ্ন চরে ফুটবল খেলার পর দুপুরে নদীতে গোসল করতে গিয়ে ৫ স্কুল ছাত্র নিখোঁজ হয়। পরে রাতে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনার পর হাজার হাজার নারী পুরুষ নদীর দুই পাড়ে অবস্থান করছেন। তারা সবাই চকরিয়ার পৌর এলাকার প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের শিক্ষার্থী। নিহতরা হলেন- আজিজুল ইসলাম এমশাদ (১০ শ্রেণি), আফতাব হোসেন মেহরাজ (৮ম শ্রেণি), ফারহান বিন শওকত (১০ শ্রেণি)। তাদের মধ্যে ২ জন এখনও নিখোঁজ রয়েছে। জানা গেছে, চকরিয়ার পৌর এলাকার প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের দশম শ্রেণির ৭/৮ জন ছাত্র অর্ধ-বার্ষিক পরীক্ষা শেষ করে মাতামুহুরী নদীর ব্রিজ সংলগ্ন চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে ৬ জন ছাত্র নদীতে গোসল করতে নামে। এ সময় সবাই নদীতে তলিয়ে যেতে থাকে। জামি নামের একজন ছাত্র কোন রকমে সাঁতার কেটে উঠতে পারলেও এমশাদ, মেহেরাব, তূর্ণ, অর্ভি ও ফরহান নদী থেকে উঠতে পারেনি।

প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের শিক্ষক জানিয়েছেন,আজ শনিবার সকালে নদীতে তলিয়ে যাওয়া ছাত্ররা উচ্চতর গণিত পরীক্ষা শেষ করে বেরিয়ে যায়। পরে তারা মাতামুহুরী নদীর চরে ফুটবল খেলে গোসল করতে নেমে এ মর্মান্তিক ঘটনার শিকার হয়। নদীতে তলিয়ে যাওয়া এমশাদ ও মেহেরাব চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোছাইনের ছেলে। তূর্ণ ওই বিদ্যালয়ের শিক্ষিকা জলির পুত্র বলে জানা গেছে। এছাড়া ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের পুত্র অর্ভিও রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন