News71.com
 Bangladesh
 25 May 18, 06:30 AM
 267           
 0
 25 May 18, 06:30 AM

শান্তিনিকেতনের সমাবর্তনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

শান্তিনিকেতনের সমাবর্তনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

নিউজ ডেস্কঃ কবিগুরু প্রতিষ্ঠিত শান্তি নিকেতনের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে পশ্চিমবঙ্গের কলকাতায় পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি কলকাতার নেতাজী সুবাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক, অর্থনৈতিক, পররাষ্ট্র ও জ্বালানি বিষয়ক চার উপদেষ্টা। বিমানবন্দর থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে শান্তি নিকেতনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও শান্তি নিকেতনে বিশ্ব ভারতীর উপাচার্য অধ্যাপক সবুজ কলি সেন। এর পর তিনি বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির আচার্য ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত রয়েছেন । সমাবর্তন শেষেই দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে শান্তি নিকেতনে নব প্রতিষ্ঠিত বাংলাদেশ ভবন উদ্বোধন করবেন। এ ভবনের প্রবেশদ্বারের দুই প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুর্যারল স্থাপন করা হয়েছে। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একান্ত দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এখান থেকেই শেখ হাসিনা কলকাতা ফিরে এসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করবেন। তা ছাড়াও সন্ধ্যায় হোটেল তাজ বেঙ্গলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন কলকাতা চেম্বার নেতারা।পরে আগামীকাল শনিবার বাংলাদেশের জাতীয় কবির জন্মস্থান আসানসোলে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। পরে তিনি মেধাবী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন