News71.com
 Bangladesh
 20 Apr 18, 08:16 AM
 145           
 0
 20 Apr 18, 08:16 AM

মেধাবী শিক্ষার্থী গড়তে সৃজনশীলের বিকল্প নেই ।। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম  

মেধাবী শিক্ষার্থী গড়তে সৃজনশীলের বিকল্প নেই ।। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম   

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সৃজনশীলকে আরও গুরুত্ব দেয়ার আহবান জানিয়ে বলেন,মানসম্পন্ন মেধাবী শিক্ষার্থী গড়তে সৃজনশীলের বিকল্প নেই। সৃজনশীল পদ্ধতি প্রতিভাকে বিকশিত করে। যে কোন মেধাবী ছাত্র-ছাত্রী সৃজনশীলকে নিজের আয়ত্বে আনতে পারলে সেই একজন উচ্চ শিক্ষিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। জ্ঞান,বিজ্ঞানে মানসম্পন্ন শিক্ষার্থী হতে হলে সৃজনশীলকে নিজের আয়ত্বে আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে মেধাবীদের প্রতিভা বিকশিত করার জন্যই সৃজনশীল পদ্ধতি শুরু করেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে জেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আব্দুছ ছবুর,অতিরিক্ত জেলা প্রশাসক মো. জয়নুল আবেদীন,দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবু বক্কর সিদ্দিক, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভীন,শহীদ জমির উদ্দীন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিনাজপুর জিলা স্কুলের শিক্ষিকা ফারজানা কুইন ও বিরল মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক সাবিনা ইয়াসমিন। এর আগে হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে এম আব্দুর রহিম ভবনের বর্ধিতাংশের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন