News71.com
 Bangladesh
 17 Mar 18, 11:12 AM
 158           
 0
 17 Mar 18, 11:12 AM

ভারতে কারা ভোগের পর দেশে ফিরল ৩৬ বাংলাদেশি।।

ভারতে কারা ভোগের পর দেশে ফিরল ৩৬ বাংলাদেশি।।


নিউজ ডেস্কঃ ভারতে ১ বছর কারাভোগের পর ৩৬ বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে আজ শনিবার রাতে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ফেরত আসা যুবকদের অধিকাংশের বাড়ি খুলনা,বরিশাল ও নড়াইল জেলার বিভিন্নস্থানে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দুই বছর আগে এসব যুবকরা কাজের আশায় যশোরের বিভিন্ন সীমান্ত পথে ভারতের কেরালা রাজ্যে যান। সেখানে দীর্ঘ ৬ মাস কাজ করার পর কেরালা পুলিশ তাদের আটক করে আদালতে পাঠান। আদালত তাদের ১২ মাস কারাবাসের নির্দেশ দেন। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান,কাগজপত্রের কাজ সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের মাধ্যমে তাদের আত্মীয় সজনদের কাছে ফেরত দেয়ার জন্য হস্তান্তর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন