News71.com
 Bangladesh
 08 Mar 18, 11:18 AM
 247           
 0
 08 Mar 18, 11:18 AM

মেধাতালিকা থেকেই কোটার শূন্য পদ পূরণের সিদ্ধান্ত।।

মেধাতালিকা থেকেই কোটার শূন্য পদ পূরণের সিদ্ধান্ত।।

নিউজ ডেস্কঃ সরকারি নিয়োগের ক্ষেত্রে সরকারি কোটা সংরক্ষণ সংক্রান্ত নির্দেশনা শিথিল করেছে সরকার।এখন থেকে সরকারি নিয়োগের ক্ষেত্রে সরাসরি নিয়োগে কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধাতালিকায় শীর্ষে থাকা প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।গত মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে,সব সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটার কোনও পদ যোগ্য প্রার্থীর অভাবে পূরণ করা সম্ভব না হলে সেসব পদ মেধা তালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের মধ্য থেকে পূরণ করতে হবে।

সরকারের এই নতুন সিদ্ধান্ত সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয়ে সরকারের ভাবনা পরিষ্কার হলো।নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১০ সালের আদেশে মিডওয়াইফের ছয়শ পদ ও সিনিয়র স্টাফ নার্সের চার হাজার পদ পূরণে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ সংক্রান্ত নির্দেশনা শিথিল করা হয়েছে।এখন এই পদগুলোতে মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।২০১৬ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা সেলের সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা তিন লাখ ৫৯ হাজার ২৬১টি।উল্লেখ্য, দেশে বর্তমানে প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ, নারী ও জেলা কোটায় ১০ শতাংশ এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা সংরক্ষিত আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন