News71.com
 Bangladesh
 25 Feb 18, 06:22 AM
 1006           
 0
 25 Feb 18, 06:22 AM

সিলেটে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন

সিলেটে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্কঃ কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামের একটি সংগঠন।আজ রবিবার সকাল ১১টায় বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন পালন করে।মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটা বৈষম্যের মধ্য দিয়ে মেধাবীদের অবহেলা করা কোন কিছুতেই মেনে নেওয়া হবে না। মেধাবীরা যাতে দেশের সর্বোচ্চ প্রশাসনিক জায়গায় যেতে পারেন, সেজন্য কোটা প্রথার সংস্কার করতে হবে। ৫৬ শতাংশ কোটা রাখার কারণে মেধাবীরা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না। মেধায় ৯০ শতাংশ এবং কোটায় সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রাখার দাবি জানান তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন