News71.com
 Bangladesh
 08 Feb 18, 08:30 AM
 166           
 0
 08 Feb 18, 08:30 AM

আস্থা অর্জনে মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।  

আস্থা অর্জনে মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।   

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন পেশকালে আবদুল হামিদ মানবাধিকার কমিশনের সদস্যদের বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় আন্তরিকা ও সততার সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।রাষ্ট্রপতি মানবাধিকার কমিশনকে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে সর্বস্তরের মানুষের অধিকার রক্ষা করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।


রাষ্ট্রপতিকে বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিকসহ মানবাধিকার কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়।কমিশনের চেয়ারম্যান প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড যথাযথ প্রক্রিয়ায় অব্যাহত রাখতে রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন। রাষ্ট্রপতি এ লক্ষ্যে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ৫-সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন