News71.com
 Bangladesh
 21 Jan 18, 03:45 AM
 133           
 0
 21 Jan 18, 03:45 AM

এ বছর ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন।।ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান

এ বছর ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন।।ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান

 

নিউজ ডেস্কঃ ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানিয়েছেন,এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারিভাবে হজ পালনের সুযোগ পাবেন ৭ হাজার ১৯৮ জন। আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি জানান,১৪ জানুয়ারি সৌদি আরবের মক্কায় এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও সৌদি-ওমরা বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতান। অন্য বছরের মতো এবারও মোট শতকরা ৫০ ভাগ হজযাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিডেট এবং শতকরা ৫০ ভাগ সাউদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স বহন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন