bangladesh
 13 Jan 18, 01:32 AM
 22             0

শিশু খাদিজা ধর্ষণের পর হত্যা মামলায় গুরুদাসপুরে ২ অভিযুক্ত গ্রেফতার।।

শিশু খাদিজা ধর্ষণের পর হত্যা মামলায় গুরুদাসপুরে ২ অভিযুক্ত গ্রেফতার।।

 

নিউজ ডেস্কঃ শিশু খাদিজা ধর্ষণের পর হত্যা মামলায় পলাতক দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। র্যা ব-৫ এর পৃথক দুটি অভিযানে গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী ও ঢাকা থেকে ওই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। আজ শুক্রবার দুপুরে অভিযুক্ত নাঈম ভক্তি (২২) ও নাজমুল ভক্তিকে (২০) গুরুদাসপুর থানায় হস্তান্তর করেছে র্যাাব। তারা উপজেলার বিলসা গ্রামের মোশারফ হোসেন ভক্তির ছেলে। প্রসঙ্গত,ওই গ্রামের মনিরুল ইসলামের সাত বছরের শিশু খাদিজা ২২ ডিসেম্বর গত বুধবার বিকালে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। দুই দিন খোঁজাখুঁজির পর আজ শুক্রবার সকালে অভিযুক্তের বাড়ির পেছনের পুকুর থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে একই গ্রামের বাদল ভক্তি (৪২) তার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও বাদলের ভাতিজা নজরুল ইসলামকে (৩৫) আটক করে পুলিশ।

পরে শিশুর বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে ছয়জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে গ্রেফতারকৃতরা পলাতক ছিলেন। র্যা ব-৫ ক্যাম্পের সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান,নিহত শিশুর বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে অভিযুক্ত নাঈম ভক্তি ও নাজমুল ভক্তিকে গ্রেফতার করা হয়েছে। মামলার পর থেকে পলাতক ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক দুটি অভিযানে রাজশাহী থেকে নাঈম ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার গাজীপুর থেকে নাজমুলকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')