News71.com
 Bangladesh
 16 Dec 17, 10:03 AM
 130           
 0
 16 Dec 17, 10:03 AM

মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তোলার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তোলার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ত্যাগের মহিমায় নিজেদের গড়ে তোলার জন্য দেশের নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বীরের জাতি, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। একথা কখনোই ভুললে চলবে না। আমরা বিজয়ী জাতি, কারোর কাছে মাথানত করে চলি না, চলবো না। সারা বিশ্বের সামনে বিজয়ী জাতি হিসেবে আমরা সবসময় মাথা উঁচু করে চলবো। দেশে যাতে আর কোনো অন্যায়-অনিয়ম না হয়, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, যুগের পর যুগ এভাবেই বিজয়ের আনন্দ-উৎসবে মেতে থাকতে পারে বিজয়ের দিনে এই আমাদের প্রতিজ্ঞা। মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের কয়েক হাজার তরুণের সঙ্গে জয় বাংলা স্লোগানের সঙ্গে কণ্ঠ মেলালে গোটা সোহরাওয়ার্দী উদ্যান ওই স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন