News71.com
 Bangladesh
 06 Dec 17, 05:30 AM
 416           
 0
 06 Dec 17, 05:30 AM

আজ আমরা ডিজিটাল বাংলাদেশ বলে দাবী করতে পরি ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  

আজ আমরা ডিজিটাল বাংলাদেশ বলে দাবী করতে পরি ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা   

নিউজ ডেস্কঃ মেধা-যোগ্যতার বলে তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের তরুণরা দেশকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিচ্ছে। তারা দেশের মর্যাদা বাড়িয়ে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রেডি ফর টুমরো বলে আগামীর জন্য তৈরি হতে নতুন প্রজন্মের তরুণদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। ডিজিটাল ওয়ার্ল্ড দেশের সবচেয়ে বড় বার্ষিক তথ্য-প্রযুক্তি সম্মেলন। চার দিনের এ সম্মেলন চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।

প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ আমরা বলতে পারি ডিজিটাল বাংলাদেশ। অথচ দশম সংসদের নির্বাচনের পর আমাদের ডিজিটাল বাংলাদেশ ইশতেহার নিয়ে অনেকে ঠাট্টা করেছিল।আজ তার প্রমাণ পেয়েছে সারা বিশ্ব,এবং দেশের প্রতিটি মানুষ নিজ চোঁখে দেখছে।বক্তৃতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আয়োজনের বিশেষ অতিথি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নারী রোবট সোফিয়ার সঙ্গে কথা বলেন। এরপর উদ্বোধন করা হয় চার দিনব্যাপী এই আয়োজনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন