News71.com
 Bangladesh
 23 Aug 17, 10:33 AM
 858           
 0
 23 Aug 17, 10:33 AM

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে বহরে ডাকাতি।। ট্রলারসহ একজনকে অপহরন  

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে বহরে ডাকাতি।। ট্রলারসহ একজনকে অপহরন   

নিউজ ডেস্কঃ পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় জেলে বহরে ডাকাতির ঘটনা ঘটছে বলে খবর পাওয়া গেছে। এ সময় তারা ট্রলারের ইঞ্জিনসহ এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। আজ বুধবার সকালে কোস্টগাডের্র পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ফোনে ডাকাতির খবর জানানোর সঙ্গে সঙ্গেই কচিখালী স্টেশনের কোস্টগার্ড সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। এদিকে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন,ডাকাতরা জেলে বহরে হামলা চালিয়ে পাথরঘাটা রুহিতা গ্রামের হযরত আলীর ছেলে মো. হানিফাসহ ট্রলারের ইঞ্জিন অপহরণ করে নিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন