News71.com
 Bangladesh
 10 Aug 17, 12:06 PM
 847           
 0
 10 Aug 17, 12:06 PM

মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে ঝালকাঠির ১৪ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু ।।

মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে ঝালকাঠির ১৪ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু ।।

নিউজ ডেস্কঃ মহাসড়কে থ্রি হুইলার বন্ধ ও বরিশাল বাস মালিক সমিতির সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা না নেওয়ার প্রতিবাদে ঝালকাঠির ১৪ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় এ বাস ধর্মঘট শুরু হয়। ধর্মঘটে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ধর্মঘটের কারণে সকাল থেকে ঝালকাঠি-বরিশাল,পিরোজপুর,বরগুনা, বাগেরহাট ও খুলনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করা না হলে অনির্দিষ্টকালের এ ধর্মঘট চলবে বলেও জানান ঝালকাঠি আন্তজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী। এদিকে,বরিশাল বাস মালিক সমিতির সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা না নেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন