News71.com
 Bangladesh
 19 Jan 26, 10:30 PM
 24           
 0
 19 Jan 26, 10:30 PM

নির্বাচন নিয়ে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে সাক্ষাৎ করেছি॥ মার্কিন রাষ্ট্রদূত  

নির্বাচন নিয়ে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে সাক্ষাৎ করেছি॥ মার্কিন রাষ্ট্রদূত   

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি। সোমবার (১৯ জানুয়ারি) এক বার্তায় তিনি এ কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী।উল্লেখ্য, সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এসে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত।সাক্ষাৎকালে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহদী আমিন এবং বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন