
নিউজ ডেস্কঃ শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানের পরও প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ উন্মোচন করবে সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব থেকে একটি ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চ উন্মোচন করা হবে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে।