News71.com
 Bangladesh
 18 Jan 26, 08:56 PM
 21           
 0
 18 Jan 26, 08:56 PM

শব্দদূষণ রোধে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ‍্যে ঢাকায় মোটর শোভাযাত্রা॥  

শব্দদূষণ রোধে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ‍্যে ঢাকায় মোটর শোভাযাত্রা॥   

নিউজ ডেস্কঃ রাজধানীতে ক্রমবর্ধমান শব্দদূষণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে হর্ন ব্যবহারের বিরুদ্ধে ব্যতিক্রমধর্মী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন সরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’-এর আওতায় মোটর শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন