
নিউজ ডেস্কঃ ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি হাদির খুনিকে ভারতে খুঁজে পাওয়া যায়, তারা অবশ্যই বাংলাদেশকে সহায়তা করবেন- এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলনরতদের সামনে গিয়ে তিনি এ তথ্য জানান।
রিজওয়ানা হাসান বলেন, হাদিকে যারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তারা বাংলাদেশ থেকে চলে গিয়ে থাকলে আমরা অবশ্যই যেন তাদের ফিরিয়ে আনতে পারি- এই বার্তা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে, হত্যাকারীকে ভারতে খুঁজে পাওয়া গেলে তারা বাংলাদেশকে সহায়তা করবে। আশ্বস্ত করছি, ওসমান হাদিকে যারা খুন করেছে, চিহ্নিত খুনি, এর পেছনে যারা ছিল, সকলকে বিচারের মুখোমুখি করতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছি।