News71.com
 Bangladesh
 26 Dec 25, 12:49 PM
 37           
 0
 26 Dec 25, 12:49 PM

ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেলো কলকাতায়॥

ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেলো কলকাতায়॥

নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ছিল ঝাপসা। রানওয়ে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় পাঁচটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামে।বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ফ্লাইট চলাচলে বিঘ্ন শুরু হয়। রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে এসব ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এ সময় কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। পরে রাত সাড়ে ৩টার দিকে দাম্মাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটও অবতরণে ব্যর্থ হয়ে কলকাতায় ডাইভার্ট করা হয়।

একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু থেকে আসা দুটি ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের দুই থেকে চার ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ‘ঘন কুয়াশার কারণে কুয়েত থেকে আগত কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতা পাঠানো হয়েছে।’ তবে বিমানবন্দর সূত্রে অন্য ফ্লাইটগুলোর কলকাতায় অবতরণের বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন