
আন্তর্জাতিক ডেস্কঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ঢাকায় চলমান বিক্ষোভের মাঝে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) একজন ভারতীয় পুলিশ কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
কর্মকর্তা বলেন, 'বৃহস্পতিবার রাতে আমরা বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। কাউকে আইনশৃঙ্খলা ভঙ্গ করতে দেওয়া হবে না।' প্রতিবেদনে বলা হয়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর বাংলাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ফলে বৃহস্পতিবার রাতে ব্যাপক বিক্ষোভ, হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে।