News71.com
 Bangladesh
 17 Dec 25, 11:38 AM
 62           
 0
 17 Dec 25, 11:38 AM

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ॥  

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ॥   

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় কারফিউ জারি করে দমন-পীড়ন ও হত্যাকাণ্ডে উসকানির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আদালত সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রথমে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে। পরে আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন। তবে এ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে ইতোমধ্যে আইনি বিতর্ক সৃষ্টি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন