News71.com
 Bangladesh
 16 Dec 25, 10:55 AM
 56           
 0
 16 Dec 25, 10:55 AM

জাতীয় পতাকা হাতে ঢাকায় নামবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান॥

জাতীয় পতাকা হাতে ঢাকায় নামবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ঢাকার মাটিতে নামবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। আলোচনা সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মির্জা ফখরুল বলেন, ২০০২ সালে চীন সফরের একটি স্মৃতি তার এখনো মনে আছে। সে সময় খালেদা জিয়া চীনের প্রধানমন্ত্রীকে তারেক রহমানকে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, ‘হি ইজ মাই সান’। তখন চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই হাত ধরে বলেছিলেন, ‘ক্যারি দ্য ফ্ল্যাগ অব ইউর ফাদার অ্যান্ড মাদার’। সেই জাতীয়তাবাদী পতাকা, স্বাধীনতার পতাকা ও গণতন্ত্রের পতাকা নিয়েই তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন