News71.com
 Bangladesh
 15 Dec 25, 08:29 PM
 55           
 0
 15 Dec 25, 08:29 PM

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা॥ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা॥ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

নিউজ ডেস্কঃ সুদান থেকে গত শনিবার সন্ধ্যায় ভিডিও কলে পরিবারের সদস্যদের জানিয়েছিলেন, সবকিছু ঠিক আছে। কিন্তু রাতেই দেশটির আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শান্ত মন্ডল। কুড়িগ্রামে শান্তদের বাড়িতে এখন চলছে শুধুই মাতম। শুধু শান্ত নন, সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ওই ঘাঁটিতে হামলায় সেনাবাহিনীর আরও তিন সৈনিক এবং দুই কর্মচারী নিহত হয়েছেন। সবার বাড়িতে এখন শোকের মাতম চলছে। তাঁদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীদের কেউ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন