News71.com
 Bangladesh
 13 Oct 25, 11:04 AM
 13           
 0
 13 Oct 25, 11:04 AM

গত এক বছরে চারবার আইন সংশোধন॥

গত এক বছরে চারবার আইন সংশোধন॥

নিউজ ডেস্কঃ জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বেশ কিছু সংশোধনী এনেছে অন্তর্বর্তী সরকার। গত বছর ১৭ অক্টোবর ট্রাইব্যুনাল নতুন করে বিচারকাজ শুরু করার পরের এক বছরে আইনটিতে চারবার পরিবর্তন আনা হয়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সময়োপযোগী করার জন্য এসব সংশোধনী আনা হয়েছে। প্রথম সংশোধনী আনা হয় নভেম্বরে। আগে শুধু বাংলাদেশের ভেতরে সংঘটিত অপরাধকে আমলে নিতে পারতেন ট্রাইব্যুনাল। ২৪ নভেম্বর তা সংশোধন করে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধও ট্রাইব্যুনালে আমলে নেওয়ার বিধান যুক্ত করা হয়। এ ছাড়া আরও বেশ কিছু পরিবর্তন আনা হয় ওই সময়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন