News71.com
 Bangladesh
 09 May 25, 10:13 PM
 13           
 0
 09 May 25, 10:13 PM

তাপপ্রবাহের সতর্কবার্তা জারি॥ বাড়তে পারে গরমের তীব্রতা

তাপপ্রবাহের সতর্কবার্তা জারি॥ বাড়তে পারে গরমের তীব্রতা

 

নিউজ ডেস্কঃ তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার তাপপ্রবাহ নিয়ে এক সতর্কবার্তায় আবহাওয়া অফিস বলেছে, দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আজ দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও তা তীব্র তাপপ্রবাহ আকারে বিরাজ করতে পারে। আজ শুক্রবার তাপপ্রবাহের তীব্রতা গতকালের চেয়ে বেড়েছে। তবে আজ চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। রাজধানীতেও আজ বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন