News71.com
 Bangladesh
 04 Dec 24, 10:14 AM
 53           
 0
 04 Dec 24, 10:14 AM

শ্রম অধিদফতরের ডিজি ও এফডিসির এমডিকে ওএসডি॥

শ্রম অধিদফতরের ডিজি ও এফডিসির এমডিকে ওএসডি॥

নিউজ ডেস্কঃ শ্রম অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. তরিকুল আলম এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার বণিককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ রফিকুল ইসলামকে নিয়োগ বিষয়টি জানানো হয়েছে। সচিব পদে পদোন্নতির পর তাকে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।গত ২২ সেপ্টেম্বর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. মোস্তাফিজুর রহমানকে ওএসডি করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন