নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি ‘জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের প্রস্তাব পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে বৃহস্পতিবার এ প্রস্তাব পাঠানো হয় বলে সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি ও সারা দেশের জেলা আদালতের বিচারকদের উদ্দেশে অভিভাষণে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ তুলে ধরেন, যেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন প্রণয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত আইন, বিধি-বিধান, উচ্চ আদালতের সিদ্ধান্ত, প্রথাসহ আনুষঙ্গিক বিষয় নিয়ে গবেষণা করে এই প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তি বাছাইয়ের সুপারিশ পাঠানো জন্য রাষ্ট্রপতি অনুরোধ করলে কাউন্সিল সেই সুপারিশ করবে।